Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে বাবার হাতে মেয়ে খুন

ঠাকুরগাঁওয়ে আড়াই বছরের মেয়েকে হত্যার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদৌস। তার বাবার নাম জাকির হোসেন। এ ঘটনায় ঘাতক বাবাকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন- সিলেটে মেয়েকে হত্যার পর মায়ের আত্মসমর্পণ!

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে করেন কৃষক জাকির হোসেন। এরপর তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান জাকির হোসেন নিজের মেয়ের পেটে কাঁচি ঢুকিয়ে হত্যা করেছে। হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং নিহত শিশুর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আরও সত্য বেরিয়ে আসবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ