Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ০০:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২

স্ত্রীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে নৌবাহিনীর কর্মকর্তা নিহত

বাগেরহাটে স্ত্রীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ফিরোজ নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে,  চুলকাঠি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবরে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাঁড়ি এবং বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

আরও পড়ুন- স্ট্রোকের আগের যে সংকেত দেয় হাত-পা

নিহত ফিরোজ বাংলাদেশ নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট পদে বানৌজা মোংলা ঘাটিতে সংযুক্ত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি। তবে ফিরোজের সম্পূর্ণ পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ওলিয়ার রহমান বলেন, কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ