Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২

সাভারে জুতার কারখানায় অগ্নিকান্ডে ৩ শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন দগ্ধ হয়েছেন।  

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের বিভিন্ন হাসপাতালে ভর্তির কথা বলা হলেও স্থানীয় হাসপাতালে দগ্ধ কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আইনিউজ/এমজিএম 

ইউএনওর তৎপরতায় আগুন থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ