Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ০৯:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে স্পিনিং মিলে আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার আউটপেস স্পিনিং মিলে এ আগুন লাগে।

কারখানার সিনিয়র কর্মকর্তা জানান, কিছু দিন আগে কারখানার সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলায় রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যার কিছু সময় পর ওই গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। মুহূর্তেই আগুন গুদামে পুরো তুলাতেই ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট  ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আইনিউজ/এমজিএম

 

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ