Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ৪ মার্চ ২০২২

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের হত দরিদ্র বাইসাইকেল মেকার জব্বার আলীর পরপর চার সন্তানই প্রতিবন্ধী। বৃহস্পতিবার (৩ মার্চ) সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে।

জানা গেছে, ওই ৪ সন্তানের মা বিশ্রামপুর গ্রামের আব্দুর জব্বারের স্ত্রী সুফিয়া বেগম। বড় সন্তান লথিফা আক্তার (২৪), মেঝো সন্তান আব্দুল সামাদ (১৮) এবং ছোট দুই জমজ সন্তান জেসমিন (১৪) ও জসিম (১৪)। 

চার প্রতিবন্ধী সন্তানের মা সুফিয়া বলেন, আমার চার সন্তান জন্মগত প্রতিবন্ধী। আমরা স্বামী ও স্ত্রী চিন্তা করছি কি হবে আমাদের সংসারে।

আরও পড়ুন- কমলগঞ্জে ২টি কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

পাঁচ বছর আগে আমার দেবর শাহাজাহান আলীর একটি ছেলে মোস্তফা মাসুদ কে পোষ্য হিসেবে নেই। এভাবেই চলছে আমাদের সংসার আমি চিন্তা করছি আমরা তো বৃদ্ধ হতে চলছি আমরা মারা গেলে পরবর্তীতে কি হবে আমার চার সন্তানের। 

সরকারি ভাতা ও সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাইলে জব্বার আলী বলেন,  আমার চার সন্তানই জন্মগতভাবে প্রতিবন্ধী। তারা সকলেই ভাতা পাচ্ছে কিন্তু সেই অর্থ দিয়ে তাদের চিকিৎসাই হচ্ছে না । আমি চার সন্তান নিয়ে খুব অসহায় আছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার চার সন্তানের জন্য বিশেষ কোন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। 

আরও পড়ুন- লাঠিটিলা’য় সাফারি পার্ক নির্মাণে সমৃদ্ধবন ধ্বংস হবে

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, জব্বার আলীর চার সন্তানই প্রতিবন্ধী এটা আসলেই খুব দুঃখজনক। তবে সব সন্তান প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিন্তু তাদের পরিবারে সেই টাকা দিয়ে কোনো মতে জীবনযাপন করছে। তাই এলাকার বিত্তবান ও সরকারিভাবে আরও কিছু সুবিধা পেলে জব্বারের পরিবারটা হয়তো একটু স্বচ্ছল ভাবে চলতে পারবে। 

বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার বলেন, ইতোমধ্যে আমরা তাদেরকে প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি। এবং যদি তারা অসুস্থ হয় তাহলে চিকিৎসাবাবদ সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ