রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে ও ৯ টায় ডাকবাংলো মোড়ে জাতির পিতার প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান,আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপ-প্রচার সম্পাদক মিলন ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,মাষ্টার সিদ্দিকুর রহমান,শ্যামল চক্রবর্ত্তী,রাহাদ আহম্মেদ ননী ও আনোয়ার হোসেন মৃধা,সাবেক চেয়ারম্যান আ. মন্নান মৃধা,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান মামুন,সম্পাদক সুলতান শিকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন, যুবলীগ নেতা মহসিন রেজা,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা,সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমূখ।
এদিকে সকাল সাড়ে ৯ টায় এমপি মো. শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে আনন্দ র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে জন্মবার্ষিকীর আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথির বক্তৃতা করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি মো. হেলাল উদ্দিন প্রমূখ।
এসময় চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৪টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ ও বিকাল ৫টায় স্পোটিং ক্লাবের উদ্যোগে হাই স্কুল মাঠে অবিরাম সাইকেল চালানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে হাই স্কুল মাঠে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম।
আইনিউজ/রাহাদ সুমন/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন