Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

পুলক কান্তি ধর

প্রকাশিত: ২২:৩৯, ১৯ মার্চ ২০২২

কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত

পিরোজপুর দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব-২০২২।  শনিবার (১৯ মার্চ) উদ্দীপন কার্যালয়ের সেমিনার হলে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবাংলা, ভারত থেকে আগত কবি দয়াময় পোদ্দার, উদ্ভোধক ও প্রধান আলোচক সিলেট মৌলভীবাজার থেকে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর আহবায়ক কবি ও সংগঠক পুলক কান্তি ধর। 

দক্ষিণবঙ্গের শূন্য দশকের কবি অলোক মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব কবিমঞ্চ, পিরোজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক কবি ডা. এস দাস মহাশয়।

অনুষ্ঠানে পিরোজপুরের প্রান্তিক কবিদের স্বরচিত কবিতাপাঠ ও দূ্র্বাঘাসে শিশির কনা বইয়ের মোড়ক উন্মোচনসহ কবি দয়াময় পোদ্দার ও কবি পুলক কান্তি ধরকে কবিতা ও সাহিত্যে কবি আহসান হাবীন বাংলা কবিতা উৎসব-২০২২ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ