Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ২ ডিসেম্বর ২০২৩

রাণীশংকৈলে ফেনসিডিলসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার 

ফেনসিডিলসহ আটক বাসের সুপারভাইজার খোরশেদ আলম। ছবি- আই নিউজ

ফেনসিডিলসহ আটক বাসের সুপারভাইজার খোরশেদ আলম। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বংশাই নৈশকোচের এক সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার নেকমরদ কোচ স্টেন্ড থেকে থানার এস আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুপারভাইজারের নাম খোরশেদ আলম। সে পৌর শহরের শিবদিঘি এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগ ভর্তি ফেনসিডিল নৈশ কোচের ব্যাগ রাখা লোকারে রাখার সময় হাতেনাতে সুপারভাইজার খুরশেদ আলমকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে এসআই এরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ কোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ৪০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়