প্রবাস ডেস্ক
আপডেট: ১৫:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২১
সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যায় গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

নিহত বাংলাদেশি গৃহকর্মী আবিরন
সৌদি আরবে প্রথমবারের মতো বাংলাদেশি হত্যার বিচার হয়েছে। অমানবিক নির্যাতন চালিয়ে বাংলাদেশি এক গৃহকর্মীকে হত্যার দায়ে গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) গৃহকর্মী আবিরন হত্যার দায়ে গৃহকর্ত্রী আয়েশা জিজানিকে 'কেসাস' (জানের বদলে জান) রায় দিয়েছে সৌদির আদালত।
রায়ে প্রধান আসামি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আদালত রায়ে গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগ, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায় পৃথক পৃথক অভিযোগে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদে আজিজিয়ায় আবিরনের মৃত্যু হয়। যা পরবর্তীতে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে জানা যায়।
মৃত্যুর ৫১ দিন পর খবর জানতে পারে তার পরিবার। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় দূতাবাস ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তিন মাস পর তার মরদেহ দেশে ফিরে।
আইনিউজ/এসডিপি
- যুক্তরাজ্যে মৌলভীবাজারের সরকারি স্কুলের সাবেক ছাত্রের করোনায় মৃত্যু
- খুলছে ইউরোপ, তালিকায় নেই বাংলাদেশ
- অনলাইনে পাকিস্তানি ছেলের সাথে বাংলাদেশি মেয়ের বিয়ে
- বর্ষসেরা ব্রিটিশ চিকিৎসক সিলেটের ফারজানা
- যুক্তরাজ্য ভিসা আবেদন কেন্দ্র খুলছে ১২ জুলাই
- নোবেলের জন্য মনোনীত বাংলাদেশি-মার্কিনি ড. রুহুল আবিদ
- পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিমের খণ্ডিত লাশ উদ্ধার
- বাংলাদেশি যুদ্ধজাহাজ বিএনএস বিজয় মেরামত করবে তুরস্ক
- আমেরিকা থেকে দু’ভাইয়ের লাশ ঢাকার পথে
- দেশের অবৈধ টাকায় কানাডায় সাহেবদের ‘বেগম পাড়া’!