আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগাল
আপডেট: ১২:২১, ৪ জুন ২০২১
বিধিনিষেধ উঠছে পর্তুগালে, স্বাভাবিক হচ্ছে জনজীবন
ঝলমলে ও আকর্ষণীয় দেশ পর্তুগাল ফিরছে স্বাভাবিক জীবনে। (ছবি: অনলাইন)
নব্বই ভাগ বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে পর্তুগালে, স্বাভাবিক হচ্ছে জনজীবন। প্রধানমন্ত্রী এস্তোনিও কস্তা ২ জুন তার ঘোষণার মাধ্যমে এই স্বস্তির বার্তা দেন। করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় পূর্বে জারি করা বিধিনিষেধগুলো শিথিল করা হচ্ছে। তার ঘোষণা অনুযায়ী দুই ধাপে জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ১৪ জুন থেকে টেলিসেবা শিথিল করা হবে। ঐদিন থেকে রেস্টুরেন্টের ভেতরে এক টেবিলে ৬ জন এবং বাইরে ১০ জন করে বসতে পারবেন। রেস্টুরেন্টগুলোও রাত ১টা পর্যন্ত খোলা রাখতে পারবেন মালিকরা।
বাণিজ্যিক কার্যাদি পূর্বের নিয়ম ও সময় অনুযায়ী পরিচালনা করতে পারবেন ব্যবসায়ীরা। সুপার মার্কেট ও মিনি মার্কেটগুলোও এর আওতাভুক্ত থাকছে। স্টেডিয়ামগুলোতে ১৪ জুনের পর থেকে খেলা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে স্টেডিয়ামে আসন হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ৩৩ ভাগ দর্শক খেলা উপভোগ করতে পারবেন।
সিনেমাহলগুলো আসনের ৫০ ভাগ দর্শক নিয়ে খোলা থাকলেও বার এবং ডিস্কোগুলো আগামী আগস্ট মাস পর্যন্ত বন্ধ থাকবে।
ঘোষণায় আরো বলা হয়, আগামী ২৮ জুনের পর থেকে নাগরিক সেবা কেন্দ্রগুলো এবং গণপরিবহনে যাত্রী পরিবহন পূর্বের মতো স্বাভাবিক করা হবে।
পর্যটকদের প্রিয় দেশ পর্তুগালে বিধিনিষেধ শিথিল হওয়ার ঘোষণায় সবার মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
আইনিউজ/আনোয়ার এইচ খান ফাহিম/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























