প্রবাস ডেস্ক
আপডেট: ২৩:৩৬, ১২ অক্টোবর ২০২১
নিউমোনিয়ায় আক্রান্ত আবদুল গাফফার চৌধুরী
আবদুল গাফফার চৌধুরী
নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। গত শুক্রবার (৮ অক্টোবর) তাকে ব্রিটেনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তার বাবা। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গতকাল পর্যন্ত তাকে (আবদুল গাফফার চৌধুরী) অক্সিজেনের সহায়তা দেয়া হচ্ছিল। চিকিৎসক বলেছেন ভয়ের কিছু নেই। অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে আবদুল গাফফার চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গাফফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa


















