Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ আগস্ট ২০২৩

কানাডার বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন বাংলাদেশি অধ্যাপক 

লেকহেডের তড়িৎ ও কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

লেকহেডের তড়িৎ ও কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী অধ্যাপক ড. নাসির উদ্দিনকে।

গত ৪ আগস্ট শিক্ষা বিষয়ক সিনেট কমিটি তড়িৎ ও কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিনকে সেরা শিক্ষক নির্বাচিত করেন।

জানা যায়, ড. নাসির উদ্দিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোহাইলবাড়ি গ্রামের আরশেদ আলী মণ্ডলের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে তিনি কানাডার অন্টারিওর ব্যারি শহরে বাস করেন।

অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, সম্প্রতি লেকহেড বিশ্ববিদ্যালয়ের সিনেট কমিটি আমাকে ২০২৩ সালের সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে। এতে খুবই সম্মানিত বোধ করছি। এ প্রাপ্তিতে আমার পরিবার, সহকর্মী তথা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. জিলিয়ান সিডাল আগামী ৩০ অক্টোবর সিনেট মিটিংয়ে ড. নাসিরের হাতে সেরা শিক্ষকের সম্মাননা ও সনদ প্রদান করবেন। এছাড়া আগামী বছর সমাবর্তন (জুন ২০২৪) অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাকে জনসাধারণের সামনে সম্মান জানানো হবে।

পরিবার সূত্রে জানা গেছে, ড. নাসির উদ্দিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ থেকে ১৯৯৩ সালে ১ম শ্রেণিতে ২য় স্থান অধিকার করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এরপর একই বিভাগে যোগদান করে তিন বছরের বেশি সময় শিক্ষকতা করেন এবং পরবর্তী সময়ে কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে ডক্টরেট করেন।

ড. নাসির ২০১১ সালে লেকহেড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ গবেষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এছাড়া ২০২১ সালে বৈদ্যুতিক মোটরের উপর গবেষণা এবং সমাজের উপর অসামান্য অবদান রাখায় তড়িৎ কৌশলের সর্বোচ্চ সম্মান আই.ই.ই.ই ফেলো নির্বাচিত হন। তিনি তার গ্রামে ২০১১ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটি পরে ‘আরশেদ-সাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে জাতীয়করণ হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়