Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১১:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩

নিউইয়র্কে শ্রীমঙ্গল প্রবাসীদের আনন্দঘন পারিবারিক বনভোজ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বৈরী আবহাওয়ার মাঝেও পারিবারিক আনন্দ উল্লাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল প্রবাসীদের বনভোজন - ২০২৩। 

নিউইয়র্কের গ্লেন আইলেন্ড পার্কের মাঠে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে রঙিন বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়। আমেরিকার অবস্থান ভূলে গিয়ে সবাই যোগ দিয়েছিলেন সেই আনন্দঘন মুহুর্তে। প্রাকৃতিক এই সবুজ পরিবেশে দাড়িয়ে বৃষ্টিতে ভিজছেন সবাই আর সবাই বলাবলি করছিলেন, 'এতো আমাদের শ্রীমঙ্গল'। 

আয়োজনের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইয়্যিদ মুজিবুর স্যার। 

এসময় উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও খলিলুর রহমান, সমন্বয়কারী মোস্তাক এলাহী চমন, সদস্য সচিব ইমদাদুল হক ইপু, সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্থ, ইমরুল কায়েস ফয়েজ বক্স ও সুলতানা পলি। 

এছাড়াও, উপস্থিত ছিলেন ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, মোহাম্মদ হোসেন, নূরুল আলম সেবুলসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। 

উদ্বোধনের পরপর শুরু হয় পরিচয় পর্ব। এরপর ধামাইল নৃত্য আর গানের মূর্ছনায় পুরো প্রাঙ্গণ হয়ে উঠে যেন এক টুকরো শ্রীমঙ্গল।

প্রতিবারের ন্যায় এবারও আহ্বায়ক কমিটির তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে। অনুষ্ঠানের দিন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতর কারণে অনেকের মাঝে আয়োজন নিয়ে আশঙ্কার সৃষ্টি হলেও আয়োজনে কোন ভাটা পড়েনি।

অংশগ্রহণকারী সবার আন্তরিক সহযোগিতায় বৈরী আবহাওয়ার মাঝেও এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান। 

আহ্বায়ক কমিটি ও কার্যকরী কমিটির তত্বাবধানে পুরোটা আয়োজন সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সমাপ্ত হওয়ায় উভয় কমিটির সকল সদস্য ও সম্মানিত উপদেষ্টাবৃন্দকেও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের মধ্যে ছিল, মিলনমেলার উদ্বোধন, ছেলেমেয়েদের খেলাধুলা, দুপুরের খাবার, সংগীতানুষ্ঠান, আড্ডা, পুরষ্কার বিতরনী ও লটারি।

অনুষ্ঠানের পরিবেশ ছিলো এম এন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রোনকস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিঃ, হাসান মালিক এসকিউ, সোনালী ইনশিওরেন্সও এজেনৃসী, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। 

এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, কসমিকো যাবতীয় খেলাধুলার পরিবেশক ছিলেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়