তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
ছবি- আই নিউজ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে দুর্গাপূজা পালন করেছে সনাতন ধর্মানুসারী প্রবাসীরা। দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বাজছে আনন্দের ঢামাডোল। আজ মহা নবমী। দুর্গাপূজার আনন্দের এ রেশ এখন আর শুধু দেশ নয়, প্রবাসের মাটিতেও আয়োজন করা হয়েছে দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ অনুষ্ঠানকে ঘিরে আমিরাতের বিভিন্ন অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পূজা মন্ডপগুলোতে ছিলো উৎসবের আমেজ।
মন্ডপগুলো বাহারি ও চমৎকার সাজে সাজানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুদূর কলকাতা থেকে এয়ার কার্গোযোগে দুর্গা দেবীর বিশাল বাহনসহ প্রতিমা এনে দেশটিতে পূজা উৎযাপন করেন সনাতন ধর্মাবলম্বী প্রবাসী
বাংলাদেশিরা। বিদেশের মাটিতে সানন্দে এমন আয়োজনে দূর্গাপূজা পালন করতে পারায় প্রবাসী হিন্দুদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
১৫ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের বিশাল এই ধর্মীয় আয়োজন ঢাকের তালে তালে নাচ আর নানা আনুষ্ঠানিকতায় আয়োজন করেন তারা। উলুধ্বনি আর প্রার্থনায় দেবী দুর্গার অসুর পথ মানুষের মুক্তির দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বী আমিরাত প্রবাসীরা।
আমিরাতের রাজধানী আবুধাবি, আজমান, আলআইনসহ প্রায় সাতটি প্রদেশেই ছোট-বড় পরিসরে দুর্গোৎসবের উদযাপন করেছে বাংলাদেশি সনাতন ধর্ম সম্প্রদায়। এছাড়া, ভারতীয়দের আয়োজনও রয়েছে সবকটি আমিরাতে। বিভিন্ন সময় ভারতীয় আয়োজনে সামিল হলেও স্বদেশিদের নিয়ে আয়োজনের কারণে এবারের উৎসবে ভিন্ন আমেজ বিরাজ করেছে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদোর মাঝে।
আয়োজনকারীরা জানায় ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে পুষ্পাঞ্জলি প্রদান ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে নান্দনিক এই আয়োজন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























