Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৪ জানুয়ারি ২০২৪

নতুন বছরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় ৯১ কোটি মার্কিন ডলার

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা।

নতুন বছর শুরু হয়ে আজ জানুয়ারি মাসের ১২ তারিখ। জানুয়ারির প্রথম এই বারো দিনে  ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধারা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

আজ রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮২ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের ডিসেম্বরে ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তার আগের বছর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ডলার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ