Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০৬, ১১ এপ্রিল ২০২১

করোনা: বন্ধ হচ্ছে সিনেমার শুটিং ও সিনেমা হল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস রোধে চলমান লকডাউনে বন্ধ করা হয়নি সিনেমার শুটিং ও সিনেমা হল। তবে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে সিনেমা হল বন্ধের ঘোষণা আসছে।

দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে ১৪ তারিখের আগেই দেশের সব সিনেমা হল আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা আসবে বলে জানিয়েছেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

তিনি বলেন, ‘এমনিতেই দেশের বেশির ভাগই হলই বন্ধ। নিজেদের সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রংপুর, বরিশাল, নরসিংদী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সিনেমা হল জেলার ডিসি মহোদয়ের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে হল বন্ধের ঘোষণা দেব আমরা। সেটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই হবে।’

সিনেমার শুটিংও বন্ধ রাখার নির্দেশনা আসছে বলে জানিয়েছন পরিচালক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, 'যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে এর মধ্যে শুটিং কিভাবে সম্ভব। তাই সকল সমিতির সিদ্ধান্তেই আমরা শুটিং বন্ধ রাখবো। সর্বাত্মক লকডাউনেরর জারির সময়ের আগেই শুটিং বন্ধের নির্দেশনা পাবে সবাই।’

নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকেও জানানো হলে তারা আপাতত শুটিং বন্ধের মিটিং করছেন।  ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুটিং নাটকের সকল শুটিং বন্ধের ঘোষণা জানানো হবে বলে জানান গিল্ড সভাপতি সালাউদ্দিন লাভলু।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়