Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৪ মার্চ ২০২২
আপডেট: ১৬:২৮, ৪ মার্চ ২০২২

 সুন্দরবনে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর পুনঃপ্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব। পর্বটি ধারণ করা হয়েছিল সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে।

বিশেষ এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। এটিই প্রথম টেলিভিশনের কোন অনুষ্ঠান যেখানে কয়েক হাজার দর্শক নৌকায় বসে অনুষ্ঠান উপভোগ করেছিলেন।

‘ইত্যাদি’র এই পর্বে থাকছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন, সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে ছিল তিনটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন, ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদন, মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশী নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের ওপর প্রতিবেদন।

আরও পড়ুন- ইউক্রেনের স্কুল ও আবাসিক ভবনে রুশ বাহিনীর হামলা, নিহত ৩৩

এই পর্বে একটি দেশাত্ববোধক গান রয়েছে। যেটি গেয়েছেন সাতক্ষীরার সন্তান কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। থাকছে সাতক্ষীরার ‘সুশীলন সাংস্কৃতিক দল’-এর পরিবেশনায় একটি গান।

এছাড়াও থাকছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ ইত্যাদি নিয়মিত পর্বগুলো। বরাবরের মতো ‘ইত্যাদি’র এ পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হানিফ সংকেতের ইত্যাদি

‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ