বিনোদন ডেস্ক
আপডেট: ১৭:০১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
শাহজাহানের তাজমহলে কৃতিকে নিয়ে কার্তিকের রোম্যান্স

তাজমহলের সামনে কার্তিক আরিয়ান এবং কৃতি স্যানন
মমতাজের প্রেমে বুঁদ হয়ে স্ত্রীর প্রতি ভালোবাসার সাক্ষীস্বরূপ সম্রাট শাহজাহান তৈরি করে দিয়ে গেছেন তাজমহল। যেই তাজমহলে তিনি ছাড়াও ভালোবাসার মানুষটিকে নিয়ে সময় কাটিয়েছেন অনেক নামি, দামী তারকরাও। এবার সেই তাজমহলে গিয়েই নেটিজেনদের চোখে পড়েছেন কৃতি স্যানন এবং কার্তিক আরিয়ান জুটি।
সামনেই মুক্তি পেতে আরিয়ান-কৃতি স্যানন অভিনীত সিনেমা ‘শেহজাদা’। বর্তমানে এই ছবির প্রচারেই এখন ব্যস্ত সময় কাটছে তাদের। শনিবার (৪ ফেব্রুয়ারি) এই সিনেমা প্রচারেই তাজমহল গেছেন তারা। আর সেখানেই বিভিন্ন মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন কৃতি-কার্তিক।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাজমহলের সামনে তোলা একটি ছবিটি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। সেই ছবির ক্যাপশনে লিখেছেন ‘শেহজাদা, তাজ এবং মমতাজ’। ইতোমধ্যে ১২ লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে তাদের ভক্ত-অনুরাগীদের।
এ সময় হাজার হাজার দর্শক ভির জমায় তাদেরকে দেখতে। এক মুহূর্তের জন্য তাজমহল নয়, সবার আকর্ষণের তীর ছুটে যায় কার্তিক-কৃতির দিকে। এ সময় সবার ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে পোজ দেন এই তারকা জুটি। সেই সঙ্গে দর্শনার্থীর কাছে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বানও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, কৃতি-কার্তিক অভিনীত ‘শেহজাদা’ ছবিটি নির্মাণ করেছেন রোহিত ধাওয়ান। এতে কার্তিক-কৃতির ছাড়াও আরও অভিনয় করেছেন মনীশা কৈরালা, পরেশ রাওয়াল, রনিত রায়সহ প্রমুখ। আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
- আগামীকাল লাইভ কনসার্ট ফর রণেশ ঠাকুর
- র্যাবের নজরে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
- চিত্রনায়ক শাহিন আলম এখন কাপড় ব্যবসায়ী
- সেরা পাঁচ হরর মুভি
- করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর
- রণেশ ঠাকুরের ঘরে আগুন: গানের মাধ্যমে সঙ্গীত শিল্পী প্রীতমের প্রতিবাদ