Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৩

আমার জন্য নারী ভক্তদের পাগলামিটা বেশি : জায়েদ খান 

চিত্রনায়ক জায়েদ খান। ছবি- সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। ছবি- সংগৃহীত

সিনেমায় অভিনয় করার কারণে মেয়েরা এত পাগল আমার জন্য যে তাদের সঙ্গে কথা কিংবা দেখা না করলে যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চাইতেন নারী ভক্তরা। এমনকি নিজের রক্ত দিয়ে তারা আমার নাম লিখতেন। নায়ক জায়েদ খানের এমনই তথ্যবহুল একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে বেড়াচ্ছে।

জায়েদ খান ওই ভিডিওত বলেন, ‘সিনেমায় আসার পর পরিচিতি, মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝাতে পারব না। তবে নারী ভক্তদের পাগলামিটা একটু বেশিই ধরা পড়েছে আমার কাছে। আমি দুটি ঘটনা বলতে চাচ্ছি, একটি হচ্ছে আমার এক ভক্ত (তরুণী) তিনি আমাকে মেসেজ পাঠাতেন যে তার সঙ্গে কথা না বললে তিনি পাবনায় মেন্টাল হাসপাতালে ভর্তি হবেন।’

সালমান শাহকে নিয়ে নির্মিত সিরিজে পরিবারের আপত্তি কেন?

জায়েদ বলেন, ‘মেসেজ পাঠানোর পর ওইদিন শুটিংয়ের ব্যস্ততার কারণে আর কথা বলা হয়নি। কিন্তু পরদিন মেসেজ দিয়ে বলছে, আমি হাসপাতালের সামনে, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে আমি ভর্তি হয়ে যাব। পরে কথা বলেছি, ওর মায়ের সঙ্গেও কথা বলেছি।’

অন্য একটি ঘটনা সম্পর্কে জায়েদ খান বলেন, ‘ঢাকার সেগুনবাগিচার এক তরুণী (নাম বলব না), তিনি আমাকে নিজের হাত কেটে রক্ত বের করে আমার নাম হাতে লিখে সেটার ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন। এ ধরনের কাণ্ড ভক্তরা করতে পারবে, তা কখনো আমি বুঝতেই পারিনি।’

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়