Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৩

মালায়লাম অভিনেত্রীর অকালমৃত্যু, ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া 

মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশ। ছবি- সংগৃহীত

মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশ। ছবি- সংগৃহীত

মাত্র একচল্লিশ বছর বয়সে রোগে আক্রান্ত হয়ে পর পাড়ে পাড়ি জমালেন দক্ষিণী অভিনেত্রী ও জনপ্রিয় সঞ্চালক সুবি সুরেশ। তিনি দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যা ভুগছিলেন বলে খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। ভর্তি ছিলেন কোচির এক বেসরকারি হাসপাতালে। এখানেই প্রাণত্যাগ করেন অভিনেত্রী সুরেশ। 

এদিকে অভিনেত্রীর এ অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

সুবি সুরেশের অভিনয় জীবন শুরু হয় কৌতুকশিল্পী হিসেবে। তবে অল্প কয়েক দিনের মধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘সিনেমালা’ সুবির সঞ্চালিত একটি বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। 

এ ছাড়াও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ‘হ্যাপি হাজ়ব্যান্ড’, ‘কনকনাসিমহসনম’-সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। 

প্রায় বিশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সুবি সুরেশ। সুবির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মালয়ালম ছবির ইন্ডাস্ট্রিতে। 

অভিনেত্রীর মৃত্যু তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, টিভির মাধ্যমে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নেন। তাঁর ভবিষ্যৎ বেশ উজ্বল ছিল। আরও অনেকটা পথ চলা বাকি ছিল তার।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ || Most beautiful woman in the world ।। Eye News

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়