Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

ভারতবর্ষে মুঘলদের খলনায়ক বানানো অযৌক্তিক : নাসিরউদ্দিন 

বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ছবি- সংগৃহীত

বলিউডের জেষ্ঠ্য অভিনেতাদের একজন নাসিরউদ্দিন। সম্প্রতি তাঁর অভিনীত একটি ওয়েভ সিরিজের প্রচারে এসে মুঘলদের নিয়ে কথা বলে আলোচনায় এই অভিনেতা। তিনি মনে করেন ভারতবর্ষে মুঘলদেরকে খলনায়ক বানানোটা অযৌক্তিত। মুঘলরা শুধুমাত্র ভারতকে লুটতে আসেন নি। তাঁরা তাজমহলও দিয়েছেন ভারতবর্ষকে। 

খুব শীঘ্রই নাসিরকে দেখা যাবে সম্রাট আকবরের ভূমিকায়, জি ফাইভের সিরিজ ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’এ। মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল এবং উত্তরাধিকার দ্বন্দ্ব ইত্যাদি এই সিরিজের বিষয়। সিরিজটির প্রচারে এসে ক্ষুব্ধ হয়ে নাসিরউদ্দিন বলেন, “মুঘলরা যদি সব কিছুই খারাপ করে থাকেন, তা হলে তাজমহল, রেড ফোর্টের মতো সৌধগুলি ভেঙে ফেলা হোক।” 

তাঁর মতে, মুঘলদের মহিমান্বিত করার কথা হচ্ছে না, কিন্তু তাঁদের অপমান করাও উচিত নয়।

ভারতে মুসলিম বিদ্বেষ ক্রমবর্ধমান। প্রতিবাদ করলে হতে পারে প্রাণসংশয়। তাই স্বামীকে আগলে রাখেন অভিনেত্রী রত্না পাঠক শাহ। মতপ্রকাশ করতেই দেন না ইদানীং। তবে অভিনেতা নাসিরউদ্দিন শাহকে আর দমিয়ে রাখা গেল না। তাঁর পরবর্তী কাজটিই যে মুসলিম ইতিহাসে সম্পৃক্ত। প্রচারে এসে ফের মুখ খুলে ফেললেন তিনি। 

আই নিউজ/এইচএ 

 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়