Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২৩ মার্চ ২০২৩

প্রযোজকের বিরুদ্ধে মামলা দিলেন শাকিব খান

সাংবাদিকদের সঙ্গে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

সাংবাদিকদের সঙ্গে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে সুপারস্টার বলে দাবি করা নায়ক শাকিব খান দুদিন পরপরই আলোচনায় আসেন নানা বিষয়ে। তবে সম্প্রতি নতুন ছবির খবরের চাইতে শাকিব খান মিডিয়ার আলোচনায় বারবার আসছেন তার নারীঘটিক সম্পর্ক এবং সমস্যা নিয়ে। এবার জানা গেলো রহমত উলাহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন নায়ক শাকিব খান। 

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৩ মিনিটে মামলা করতে আদালতে আসেন শাকিব খান। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। শাকিব খানের আইনজীবী তানভীর আহম্মেদ তনু বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত শনিবার (১৮ মার্চ) রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এসময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর পাখির চোখে নীলাদ্রি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়