Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৩০ মার্চ ২০২৩

উরফি জাবেদ অনেক সাহসী, ওকে খুব সুন্দর লাগে : কারিনা 

অদ্ভুতুড়ে ডিজাইনের সব পোশাক নিয়েই যেন হাজির হন উরফি জাভেদ। বৈচিত্র্যময় পরিধের বস্ত্রের ব্যাপারে উরফি জাভেদের সাথে পেরে ওঠা ভার। তাই তো ভারতীয় বিনোদন পাড়ায়ও আলোচনায় উরফি জাভেদ। কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই উরফিকে নিয়ে বিতর্কেও যুক্ত হন। কিন্তু উরফি জাভেদ যেন সেসবের ধার ধারেন না। এবার এই ফ্যাশন মডেলকে নিয়ে কথা বললেন বলিউডের শক্তিমান অভিনেত্রী কারিনা কাপুরও। 

এক অনুষ্ঠানে উরফি জাভেদের পোশাক নিয়ে প্রশ্ন করা হয় কারিনাকে। উরফিকে নিয়ে কথা বলতে গিয়ে তার সাহসের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ফ্যাশনিস্তা। কারিনা বলেন, আমি উরফির মতো এত সাহসী নই। কিন্ত আমার মনে হয়, ও খুব সাহসী আর ওর দম আছে। ফ্যাশন নিজেকে স্বাধীনভাবে তুলে ধরার একটা মাধ্যম। উরফি যে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে, আমার মনে হয় তাতে ওকে খুব সুন্দর দেখায়।

উরফির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি কারিনা। অভিনেত্রী আরো বলেন, ওর যা ইচ্ছা হয়, উরফি তাই করে- এটাই কিন্তু ফ্যাশনের অন্তর্নিহিত অর্থ। নিজের যেটা ভাল লাগে, ও সেটাই পরে। আমার এই আত্মবিশ্বাসটাই ভাল লাগে।

কারিনা জানান, তিনি নিজে আত্মবিশ্বাসী, তাই অন্য কোনো আত্মবিশ্বাসী তারকাকে দেখলে খুশিই হন। কারিনার মতে, আমার খুব ভাল লাগে ও যেভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করে। ওকে স্যালুট!

উরফির ফ্যাশনবোধ নিয়ে এর আগেও মতামত প্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। যেমন উরফির নিজস্বতার তারিফ করেছেন রণবীর সিংয়ের মতো তারকা। তেমনই আবার রণবীর কাপুরের মতো তারকা জানিয়েছেন, উরফির পোশাক তার নিম্নরুচির লাগে। তবে সেই পথে হাঁটেননি কারিনা। পোশাক নির্বাচনের চেয়ে উরফির আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই বেশি নজরকাড়া, মতামত কারিনার।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়