Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১ এপ্রিল ২০২৩

আধুনিক দিনের গুহামানব

অরণ্যবাসী হওয়ার ঘোষণা দিলেন বিয়ার গ্রিলস

জনপ্রিয় অভিযাত্রী বিয়ার গ্রিলস।

জনপ্রিয় অভিযাত্রী বিয়ার গ্রিলস।

টেলিভিশনে ডিসকোভারি চ্যানেলে রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস কে না দেখেছে। বিয়ার গ্রিলসকে পুরো বিশ্বের মানুষ চেনেন তাঁর সাহসিকতা, দক্ষতার কারণে বনে, মরুভূমিতে বা বিরূপ পরিবেশে কীভাবে টিকে থাকতে হয় তা দেখাতেন বিয়ার গ্রিলস। তাঁর অনুষ্ঠানে অতিথি হয়েছেন নরেন্দ্র মোদিসহ বিশ্বের অনেক নামকরা ব্যক্তিরা। এবার সেই বিয়ার গ্রিলস টেলিভিশন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ এপ্রিল) বিয়ার গ্রিলসের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বিয়ার গ্রিলস। যেখানে পরিবারকে নিয়ে লোকালয় ছেড়ে ভবিষ্যতের দিনগুলো গভীর অরণ্যের গোপন একটি জায়গায় থাকবেন বলে জানিয়েছে বিয়ার। ব্যক্তিগত  টুইটারেও বিয়ার এ স্ট্যাটাসটি দিয়েছেন। যেখানে অবসর এবং অরণ্যে থাকার সিদ্ধান্তের কথা বলেছেন তিনি। 

স্ট্যাটাসে বিয়ার গ্রিলস লিখেন- এটি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু পৃথিবী যখন ক্রমশ অস্থির হয়ে উঠছে আমি মনে করি এটি করার সঠিক সময় এখন। আমি আমার পরিবারের সাথে একটি অজ্ঞাত প্রান্তরে চলে এসেছি। আমরা আত্মবিশ্বাসের সাথে এই পদক্ষেপের পরিকল্পনা করছি। প্রস্তুতি সবসময়ই মূল বিষয়। শিশুদের সাথে একটি পরিবার হিসাবে আমাদের যে বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে তা হল ক্রমাগত শিক্ষা - ব্যবহারিক দক্ষতা এবং সম্পদের স্থায়িত্বের উপর ফোকাস - এবং বেঁচে থাকার জন্য স্কেল-সক্ষম সরঞ্জাম, শিকার, ওষুধ, যোগাযোগ এবং পুষ্টি। এটি এই প্ল্যাটফর্মের (ফেসবুকে) শেষ পোস্ট হবে। যারা ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুরা আগামীকাল একটি ইমেল পাবেন যা আমাদের যোগাযোগের একমাত্র ফর্ম হবে। দয়া করে সেই ইমেল ঠিকানাটি গোপন রাখুন।

এদিকে বিয়ার গ্রিলসের এমন ঘোষণার পর দর্শকদের মাঝেও প্রতিক্রিয়া দেখা গেছে। তারা অনেকেই বিয়ারের স্ট্যাটাসে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, বিয়ার তুমি সত্যিকারের সাহস এবং দক্ষতায় ভরা একটি মানুষ। তুমি যেকোন জায়গায় যেকোন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে পারো, পারবে। 

কেউ কেউ অবশ্য এটাও লিখেছেন- এখন থেকে আর ডিসকভারিতে তোমাকে দেখা হবে না বিয়ার। ভাবতে খারাপ লাগছে। 

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়