Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ৪ এপ্রিল ২০২৩
আপডেট: ১৯:০৯, ৪ এপ্রিল ২০২৩

ছেলের নাম প্রকাশ করলেন নায়িকা মাহি 

মা বাবার সাথে ছোট্ট মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

মা বাবার সাথে ছোট্ট মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হয়েছেন। সংবাদ মাধ্যমে সে খবর বিনোদন পাড়ায় চাউর হয়েছে কিছুদিন আগেই। এবার নিজের ছেলের নাম প্রকাশ্যে আনলেন নায়িকা মাহিয়া মাহি। জানালেন ছেলের নাম। 

সোমবার (৩ এপ্রিল) মাহি তার ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন। একটি পোস্ট তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার’।

গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের মা হন মাহি। ছেলেকে নিয়ে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ