Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ১৩ এপ্রিল ২০২৩

ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়ের কণ্ঠে আসছে দ্বৈত গান

স্টুডিওতে গান রেকর্ডের সময় ফ্রেমবন্দি হলেন শিল্পী ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়।

স্টুডিওতে গান রেকর্ডের সময় ফ্রেমবন্দি হলেন শিল্পী ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়।

ইন্দ্রানী সেন উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি সঙ্গীতশিল্পী। অন্যদিকে সমরজিৎ রায় বাংলাদেশ তথা ভারতের গুণী সঙ্গীতশিল্পীদের অন্যতম। সম্প্রতি এই দুই গুণী শিল্পী কন্ঠ দিয়েছেন একটি মৌলিক বাংলা গানে। 

সমরজিৎ রায় এর সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় মা ও ছেলেকে নিয়ে গাওয়া এই গানটি লিখেছেন বাংলাদেশের গুণী গীতিকবি শাকির দেওয়ান। কলকাতার স্টুডিও ভাইব্রেশনে এই দুই শিল্পী গানটিতে কন্ঠ দিয়েছেন। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। 

গানটির শিরোনাম এখনো নির্ধারণ করা না হলেও কোন একটি বিশেষ দিনে গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায় এর ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে। 

গানটি সম্পর্কে শিল্পী ইন্দ্রানী সেন বলেন,"সমরজিৎ এর সুরে তারই সঙ্গে আমি একটি দ্বৈত মৌলিক গান গাইলাম। ভীষণ মিষ্টি একটি মা ছেলের গান এটি। আমি মায়ের রূপে গেয়েছি, আর সমরজিৎ ছেলের রূপে গেয়েছে। ভীষণ ভালো সুর করেছে সমরজিৎ। আপনারা সবাই শুনবেন। শুনে ভালো লাগলে আমাদের এই প্রয়াস সার্থক হবে।"

সমরজিৎ বলেন, "ইন্দ্রানী দিদি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। অনেকদিন ধরেই ভাবছিলাম ওনার জন্য একটি গানের সুর করবো। মা ছেলেকে নিয়ে প্রিয় গীতিকবি শাকির দেওয়ান অসাধারণ একটি গানের কথা লিখে পাঠিয়েছিলেন অনেক আগেই। তারও অনেক পরে গিয়ে এই গানটির সুর করি। সম্প্রতি ইন্দ্রানী দিদি এবং আমি গানটিতে কন্ঠ দিলাম। দিদির সাথে গাইতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত। গানটি যখন সবাই শুনবেন নিশ্চয়ই সবার ভালো লাগবে বলে আশা করছি।"

গান প্রসঙ্গে গীতিকার শাকির দেওয়ান বলেন, "এ শুধু একটি গান নয়, এটি আমার একটি স্বপ্ন। এতে মা-ছেলের জীবনঘনিষ্ঠ জীবনেরই গল্প বিধৃত হয়েছে। সমরজিৎ রায় একজন জাত শিল্পী-সুরকার। তাঁর সুরের ইন্দ্রজাল বরাবরই আমাকে সন্মোহিত করে। সমরজিতের জন্য গান লেখা মানে প্রতিবারই নতুন নতুন অভিজ্ঞতা ও নীরিক্ষার মুখোমুখি হওয়া। এ এক অন্যরকম ভালো লাগা। এ পরীক্ষা আবেগের, এ পরীক্ষা শিল্পিত প্রকাশের। সমরজিৎ রায়ের অনবদ্য সুর যোজন, সংগীতায়োজন উপরন্তু  প্রবাদপ্রতীম শিল্পী ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়ের গায়ন গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।"

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ