Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১৬ এপ্রিল ২০২৩

‘মিস ইন্ডিয়া ২০২৩’ হলেন ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা

‘মিস ইন্ডিয়া ২০২৩’ উপাধি জেতা নন্দিনী গুপ্তা (মাঝখানে)। ছবি- Times Of India

‘মিস ইন্ডিয়া ২০২৩’ উপাধি জেতা নন্দিনী গুপ্তা (মাঝখানে)। ছবি- Times Of India

সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া’। ভারতীয় অনেক তরুণীর স্বপ্ন থাকে একবার মিস ইন্ডিয়া খেতাব জেতার। প্রতিবছরই আয়োজিত হয় সৌন্দর্য বিষয়ক এই ঝাঁকজমক প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করেন সারা ভারতের বিভিন্ন রাজ্যের সুন্দরী তরুণীরা। এবছর ‘মিস ইন্ডিয়া ২০২৩’ খেতাব জিতেছে নন্দিনী গুপ্তা নামের ১৯ বছর বয়সী এক তরুণী। 

শনিবার (১৫ এপ্রিল) রাতে জমকালো আয়োজনে রাজস্থানের এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন গেলো বছরের বিজয়ী সিনি শেঠি। 

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জ ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মণিপুরের থুনাজাম স্ত্রেলা লুয়াং। ‘মিস ইন্ডিয়া ২০২৩’ এর ফাইনাল পর্বে মোট প্রতিযোগী ছিলেন ৩০ জন। এর মধ্যে বিজয়ী নন্দিনী অংশ নেবেন ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-এ। যেটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

জানা গেছে, নন্দিনী গুপ্তা পড়াশোনা করেছেন বিজনেস ম্যানেজমেন্টে। তিনি বিশ্বাস করেন, ব্যর্থতা একজন মানুষকে তার নিজস্বতা খুঁজে পেতে বড় ভূমিকা রাখে। এজন্য বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। 

ভারতের ধনকুবের রতন টাটা থেকে সবচেয়ে বেশি প্রভাবিত নন্দিনী। তিনি যেমন মানবতার জন্য কাজ করেন এবং আয়ের সিংহভাগ দান করে দেন, একইভাবে নিজের জীবনও পরিচালিত করতে চান এই তরুণী। 

এছাড়া ‘মিস ওয়ার্ল্ড ২০০০’ বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেও ভীষণ অনুপ্রেরণা পান নন্দিনী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ