Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৮ এপ্রিল ২০২৩

আচানক হাসপাতালে ভর্তি পরিচালক রাজ!

টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী।

টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী।

পশ্চিম বাংলার জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন খবরে টালিউড পাড়ায় না হলেও ভক্তদের মাঝে কিছুটা দুশ্চিন্তার উদয় হয়েছে। কেন হঠাৎ হাসপাতালে ভর্তি শুভস্রী গাঙ্গুলির সুদর্শন স্বামী রাজ? 

গুঞ্জন উঠেছে অসহ্য গরমে গত কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না পরিচালকের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন যদিও বলছে, পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তার সহকারী জানান, কোনো চিন্তার কারণ নেই। রাজ সম্পূর্ণ ভালো আছেন। প্রতি বছরই পুরো শরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তিনি। এবারও সেটাই করছেন রাজ।

সহকারী আরও বলেন, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে রাজকে। এবার শুধু প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। সুস্থ আছেন তিনি।চ

এদিকে গ্রীষ্মের প্রচণ্ড তাপে এমনিতেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তার মধ্যে টালি তারকার হাসপাতালে ভর্তির খবরে দুশ্চিন্তার ভাজ শুভাকাঙ্ক্ষীদের কপালে। যদিও রাজ ভালো আছেন।

রাজ পরিচালনা ও প্রযোজনার কাজে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগেই ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন। পাশাপাশি এখন বিধায়ক। এ কারণে অতিরিক্ত দায়িত্বও সামলাতে হয়। আবার অভিনেত্রী শুভশ্রীর স্বামী এবং ছেলে ইউভানের বাবা। সবমিলে এখন দায়িত্বের শেষ নেই তার।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়