Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২০ এপ্রিল ২০২৩
আপডেট: ১৭:২৫, ২০ এপ্রিল ২০২৩

সাংবাদিকদের উপর কেন খেপলেন অভিনেত্রী ফারিন?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ছবি- সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ছবি- সংগৃহীত

ছোট পর্দায় সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অভিনয়ের পাশপাশি মিষ্টি গলার সুরের জন্যও সম্প্রতি বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্ত সম্প্রতি অনেকটাই বাজেভাবে মিডিয়ায় আসে তাসনিয়া ফারিনের নাম। কোনো এক অভিনেতাকে জড়িয়ে তাসনিয়া ফারিনের বিয়ের খবর রটে যায়। এবার সেই বিষয় নিয়ে নিজেই মুখ খুলেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। 

বুধবার (১৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি নাতিদীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেন এই অভিনেত্রী। যেখানে সাম্প্রতিক সময়ে তাঁকে জড়িয়ে মিডিয়ায় আসা বিষয়গুলো নিয়ে লিখেছেন তিনি। আই নিউজের পাঠকদের জন্য নিচে ফারিনের হুবুহু পোস্টটি দেওয়া হলো-

'সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি। 

কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
  
আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো। 

আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। 

আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।

সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি। 

কষ্ট নিয়ে বলতে হচ্ছে- কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। 
 
আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো। 

আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। 

আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।'

পোস্টটি শেয়ার করার পরপরই ছোট পর্দার দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন সেই পোস্টে। নানা ধরনের মন্তব্য করছেন তারা। কেউ বলছেন- আগে আইনি ব্যবস্থা নেন তারপর স্ট্যাটাস দেন। তা নাহলে এগুলো হাস্যকর মনে হয়। 

এমন মন্তব্যের জবাবে অভিনেত্রী ফারিন লিখেছেন, আপনারা প্রমাণসহ নিউজ করে তারপর কথা বলতে আসেন। আমার যা করার সময়মত করব। 

তবে তাসনিয়া ফারিনের এমন পোস্ট শেয়ারের পর নেটিজেনদের অনেকেই তাঁর পক্ষে মন্তব্য করছেন। 

উল্লেখ্য, সম্প্রতি দেশের কিছু গণমাধ্যমে তাহসান-ফারিনের প্রেম চলছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও এই দুই শিল্পীই বিষয়টিকে অস্বীকার করেছেন। সেই সঙ্গে এসব উদ্দেশ্যপ্রণোদিত কাজ বলেও জানিয়েছেন তারা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়