Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৬ এপ্রিল ২০২৩

কোরবানির ঈদে আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ছবি- দ্য ডেইলি স্টার

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ছবি- দ্য ডেইলি স্টার

এখনো দেশের সিনেমাহলগুলো দাপিয়ে বেড়াচ্ছে শাকিব খানের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লিডার/আমিই বাংলাদেশ চলচ্চিত্রটি। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেল এ নায়কের কোরবানির ঈদে আসতে যাওয়া সিনেমার ব্যাপারেও।  'প্রিয়তমা' শিরোনামের একটি সিনেমায় কোরবানির ঈদে দেখা যাবে জনপ্রিয় নায়ক শাকিব খানকে।

নতুন এই সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ। সিনেমাটির পরিচালনাও করবেন হিমেল আশরাফই। এ প্রসঙ্গে হিমেল বলেন, এই কুরবানির ঈদে আসছে সুপারষ্টার শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'।

ভার্সেটাইল মিডিয়ার ব্যনারে এই সিনেমাটি প্রযোজনা করছেন একই নির্মাতার 'সুলতানা বিবিয়ানা' সিনেমার প্রযোজক আরশাদ আদনান। সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন।

হিমেল আশরাফ জানান,বাংলাদেশের বাইরে আমেরিকা,কানাডা,দুবাই,কাতার বাহরাইন,আবু ধাবি,ওমান, সৌদি আরব, কুয়েত ও আরো অনেক দেশে 'প্রিয়তমা' মুক্তি পাবে।

সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার কোনো নায়িকাকে দেখা যেতে পারে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন একটি সূত্র। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে বলেও জানিয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়