Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৭ এপ্রিল ২০২৩

মুক্তির ১০০ ঘণ্টার মধ্যেই যে রেকর্ড করল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের একটি অনলাইন পোস্টার।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের একটি অনলাইন পোস্টার।

মুক্তির ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিং হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। ইতোমধ্যে চরকির সকল রকম রেকর্ড ভেঙেছে এই সিরিজটি।

এর আগে গত ২১ শে এপ্রিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহীন।

২০২২ সালের ঈদ-উল-আযহায় মুক্তি পাওয়া তুমুল আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’- এর ব্যাপক জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বেশ কিছু ডায়লগ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শক প্রিয়।

এতো অল্প সময়ে সিরিজটি এতো মানুষ দেখেছে এটা নিয়ে বেশ আপ্লুত নাসির উদ্দিন খান। তিনি বলেন, অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। অ্যালেন স্বপন চরিত্রটা যে মানুষ এতো ভালোবেসে ফেলবে এটা আমি কল্পনাও করিনি। অনেক পোস্ট, লেখা, ফোন কল, খুদে বার্তা অনেক শুভ কামনা পাচ্ছি। আড়ালে চোখ মোছা ছাড়া এই আনন্দ অনুভূতির কথা কোনো ভাষায় বোঝাতে পারবো না।

অভিনয় দিয়ে নিজের স্থান যেন আরও পক্ত করলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তির পর থেকে প্রশংসার ভাসছেন তিনি। মিথিলা বলেন, ’এটা পুরো টিম ওয়ার্কের কারণে সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল। দর্শক এতো কম সময়ে সিরিজটি এতো এতো দেখছে ভেবেই ভালো লাগছে।’

পরিচালক শিহাব শাহীন বলেন, দর্শক দেখলে, পছন্দ করলেই আমাদের নির্মাণ পূর্ণতা পায়। সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। সেই সঙ্গে পুরো টিমকে ধন্যবাদ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, অ্যালেন স্বপন চরকিতে একটি মাইলস্টোন প্রোডাকশন হয়ে থাকবে। খুব অল্প সময়ে এতো মানুষের ভালোবাসা পাচ্ছে তাতে বাংলাদেশের প্রথম স্পিল-অফ সিরিজ ,আমরা মুগ্ধ।

চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ