Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৩ মে ২০২৩

‘জ্বীন’ সিনেমার রেকর্ড

এবারের ঈদে মুক্তি পাওয়া ৮টি সিনেমার একটি নাদের চৌধুরী পরিচালিত 'জ্বীন'। পূজা চেরি ও সজল অভিনীত সিনেমাটি চলছে ঢাকাসহ সারা দেশে।

মুক্তির ১০ম দিনে এসেও সুখবর দিয়েছে সিনেমাটি। জ্বীন সিনেমার পরিচালক ও অভিনয় শিল্পীরা জানান, জ্বীন সিনেমার জন্য একটি রেকর্ড যে টানা হাউসফুল যাচ্ছে।

সজল বলেন, 'দর্শকদের কাছে আমি ও আমাদের পুরো টিম কৃতজ্ঞ। গতকাল পর্যন্ত ঢাকায় হাউসফুল গেছে "জ্বীন"। আজ ও আগামীকাল বুধবার ঢাকার সিনেপ্লেক্সের কোনো টিকিট নেই, সব বিক্রি হয়ে গেছে।'

তিনি বলেন, 'সিনেপ্লেক্সে "জ্বীন" সিনেমার শো বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন ১৯টি শো চলছে। ঢাকা ও নারায়ণগঞ্জে প্রতিদিন ৩৩টি শো চলছে। দর্শকদের আগ্রহও দিন দিন বাড়ছে।'

সিনেমাটির পরিচালনা নাদের চৌধুরী বলেন, 'এখন অনলাইনের যুগ। যে কেউ চাইলেই আমাদের দাবি যাচাই করতে পারবেন। আজ ও আগামীকালের কোনো টিকিট নেই সিনেপ্লেক্সে। এটা বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের কথা।'

তিনি বলেন, 'সব শ্রেণীর মানুষের এত সাড়া দেখে খুব ভালো লাগছে। শুটিং করার সময় টিমকে বলেছিলাম, তোমরা যা করছ তার ফলাফল হলে দেখতে পাবে। সেটাই সত্যি হয়েছে। পুরো টিমে এবং অবশ্যই দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।'

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ