Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা আফজাল হোসেন

বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছবি- সংগৃহীত

বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছবি- সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেশের বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে নেয়া হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার স্বজন ও সহকর্মীরা। তারা জানান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকের পরামর্শে সোমবার রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। ওই রাতেই হার্ট অ্যাটাক করেন তিনি। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এর আগে গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। আজ থেকে সেটিতে অংশ নেয়ার কথা ছিল আফজাল হোসেনের।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ