Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২৯ জুন ২০২০

নতুন আইফোনে থাকছে না চার্জার-ইয়ারফোন!

আইফোনের নতুন মডেলের সাথে থাকবে না পাওয়ার অ্যাডাপ্টার এবং ইয়ারপড। আইফোনের বক্সের ভেতর সচারচর যা দেয়া হয়, চলতি বছরের নতুন মডেলের সঙ্গে তা নাও থাকতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

এই বছরের শেষ দিকে অ্যাপলের এসই মডেলের নতুন স্মার্টফোন বাজারে আসার কথা। তাই এক বিবৃতির মাধ্যমে প্রযুক্তিবিদ মিং-চি কুও’র জানিয়েছেন, ২০২০ সালের নতুন মডেলে কোম্পানিটি পাওয়ার অ্যাডাপ্টার এবং ইয়ারপড সরবরাহ না করার পরিকল্পনায় আছে।

কুও জানিয়েছেন, ৫জি ফোনের আপগ্রেডের জন্য অ্যাপল খরচ কমানোর চেষ্টায় আছে। ফোন প্যাকেজিং ছোট হলে সহজে যেমন বহন করা যাবে, তেমনি শিপিং খরচও কমে যাবে।

এখন পর্যন্ত অ্যাপলের সব ফোনে ইয়ারপড এবং অ্যাডাপ্টার দেয়া হয়। অ্যাপল আবার আলাদাভাবে আইপডের জন্য ২০ ওয়াটের একটি চার্জার আনছে। যেটি দ্রুত চার্জ দিতে সক্ষম। এই চার্জারটি আইপডের সঙ্গেই দেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়