Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৩০ মার্চ ২০২২

তালেবানদের হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ বুধবার (৩০ মার্চ) এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় তালেবান। পাকিস্তানে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলার দাবি করেছে দেশটির তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠন।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় ছয় সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছে। 

এদিকে এক বিবৃতিতে টিটিপি দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে।

টিটিপি নামের সংগঠনটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক। টিটিপি বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে। তারা পাকিস্তানে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সর্বশেষ