Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ২ এপ্রিল ২০২২

মধ্য ইউক্রেনে ক্ষেপনাস্ত্র হামলা করলো রাশিয়া

মধ্য ইউক্রেনের দুই শহরে শনিবার (২ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শহরের অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পোলতাভা অঞ্চলের প্রধান এই তথ্য জানান। 

দিমিত্রি লুনিন এক অনলাইন পোস্টে লিখেছেন, পোলতাভায় রুশ বাহিনীর এক ক্ষেপণাস্ত্র অবকাঠামো স্থাপনায় আঘাত হেনেছে।  এছাড়া আরেক শহর ক্রেমেনচুকে আজ সকালে বহু হামলা চালানো হয়েছে।

লুনিন পরবর্তীতে বলেন, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র পোলতাভাতে দুটি অবকাঠামো স্থাপনায় আঘাত করে। অন্য দিকে প্রাথমিক তথ্য অনুসারে, তিনটি বিমান থেকে ক্রেমেনচুকের শিল্প স্থাপনায় হামলা চালানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, কিয়েভের পূর্বে অবস্থিত পোলতাভা শহর হচ্ছে পোলতাভা অঞ্চলের রাজধানী এবং ক্রেমেনচুক প্রধান শহরগুলোর একটি।

তবে রুশ বাহিনীর এসব হামলায় সম্ভাব্য কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে  তা প্রাথমিক তথ্যে জানা যায়নি বলে লুলিন জানান। এছাড়া রয়টার্সের পক্ষ থেকে এই রিপোর্টের সত্যতা যাচাই করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সর্বশেষ