Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ৮ এপ্রিল ২০২২

রাশিয়ার ১৯ হাজার সেনা নিহত : ইউক্রেন

যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে জানায়, ইউক্রেন বাহিনী রাশিয়ার প্রায় ৭০০ ট্যাংক, এক হাজার ৮৯১ সাঁজোয়া যান, ১৫০ প্লেন, ১৩৫ হেলিকপ্টার এবং ১১২টি ড্রোন গুড়িয়ে দিয়েছে।

এর আগে গত ২৪ মার্চ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো জানায়, মস্কো ইউক্রেনে ১৫ হাজারের বেশি সেনা হারিয়েছে। 

এদিকে রাশিয়াও আজ স্বীকার করেছে তারা ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। তবে ঠিক কতজন সে সম্পর্কে দেশটি বিস্তারিত কিছু জানায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের কেন্দ্রীয় রেল পরিষেবা বিভাগের দনেতস্ক শাখার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে পরপর ২টি রকেট আঘাত হানে ওই স্টেশনটিতে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের যে কয়েকটি রেলস্টেশন এখনও যাত্রীসেবা দিয়ে যাচ্ছে সেসবের মধ্যে ক্রামাতোরস্ক শহরের ওই স্টেশনটি অন্যতম। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট  হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রামাতোরস্ক।  শুক্রবার সকালে যখন রকেট হামলা হয়, সে সময়ও হাজার হাজার মানুষ ছিলেন স্টেশন ও তার আশপাশের এলাকায়।

এছাড়া, ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পরে গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে সামনে রেখে জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছিল। তারই জেরে ইউক্রেন জাতিসংঘে ভোটাভুটির প্রস্তাব দেয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার থাকা উচিত কি না, বৃহস্পতিবার তা নিয়ে ভোট হয়। সেখানে ৯৩-২৪ ভোটে রাশিয়া হেরে যায়। এবং মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ হারায়।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ