Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ১৮ এপ্রিল ২০২২

আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭

পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছেন আফগানিস্তানের খোশত প্রদেশের বাসিন্দারা

পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছেন আফগানিস্তানের খোশত প্রদেশের বাসিন্দারা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত ১৬ এপ্রিল (শনিবার) এই ঘটনা ঘটে। এই তথ্য আফগান কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত শনিবার আফগানিস্তানের খোশত এবং কুনার প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা  ৩৬ বলে দাবি করা হলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।

খোশত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৪১ জন এবং কুনার প্রদেশে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত এসব মানুষের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা প্রাণ হারান। মূলত গত বছর তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ