Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৪ এপ্রিল ২০২২

চলছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। আজ ২৪ এপ্রিল (রোববার) সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। এ উপলক্ষে আজ ফ্রান্সের বেশিরভাগ এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গত ১০ এপ্রিল ভোটের প্রথম পর্বে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তার প্রতিদ্বন্দী র‍্যাসেলমেন্ট ন্যাশনাল পার্টির ডানপন্থী প্রার্থী মেরি লে পেন। 

২০১৭ সালে জনগণকে নানা আশ্বাস দিয়ে ক্ষমতায় আসেন এমানুয়েল ম্যাক্রোঁ। যদিও তার শাসনামলে জীবনযাত্রার ব্যয় নিয়ে ঝামেলা পোহাচ্ছেন অনেকেই। তাছাড়া তার ক্ষমতাকালে ধর্মীয় দাঙ্গার বিষয়টি গোটা বিশ্বকে আলোড়িত করেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ প্রার্থী ডানপন্থী মেরি লে পেনকেও প্রেসিডেন্ট দেখতে চান না অনেকেই।

মানুষ জীবন নির্বাহের খরচ, স্বাস্থ্য, নিরাপত্তা, অবসর ভাতা, পরিবেশ, অভিবাসন, কোভিড-১৯ মহামারি ইত্যাদি ইস্যু বিবেচনায় নিচ্ছেন। তবে ইউক্রেনে-রাশিয়ার যুদ্ধ এ নির্বাচনে বড় প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সর্বশেষ