Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২৬ এপ্রিল ২০২২

করাচি বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত হয়েছে। দেশটির সিন্ধু পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

স্থানীয় সময় আড়াইটায় একটি সাদা গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এসে মোড় নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এর পাশেই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগ অবস্থিত।

সিন্ধু পুলিশের পূর্বাঞ্চলের ডিআইজি মোকাদ্দাস হায়দার বলেন, হোস্টেল ত্যাগ করে গাড়িটি কনফুসিয়াস ইনস্টিটিউটে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের ঠিক ডান পাশেই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কারা জড়িত তা জানাননি মোকাদ্দাস হায়দার। তার মতে, যথাযথ তদন্ত প্রক্রিয়া শেষে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

লাউয়াছড়ায় ঘন্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ