Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৩ জুন ২০২২
আপডেট: ১১:৪২, ১৩ জুন ২০২২

করোনায় আরও ৫৪০ জনের মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪০ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জনের শরীরে। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭৭৫ জন।

নতুন মৃত্যু নিয়ে করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫১ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৮৪৪ জন।

সোমবার (১৩ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ২৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৭৯২ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৭৯ হাজার ৩৯৭ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৬৩ জন মারা গেছে তাইওয়ানে। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪৩ জন, রাশিয়ায় ৬৫ জন এবং মেক্সিকোতে ৪২ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়