Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৮ জুন ২০২২

বাইডেনের স্ত্রী, মেয়েসহ ২৫ আমেরিকানকে রাশিয়ায় নিষিদ্ধ

আপাতত আমেরিকার ২৫ জন নাগরিককে রাশিয়ার ‘স্টপ লিস্ট’-এ রাখা হয়েছে

আপাতত আমেরিকার ২৫ জন নাগরিককে রাশিয়ার ‘স্টপ লিস্ট’-এ রাখা হয়েছে

ইউক্রেনের উপর হামলা শুরুর আগে থেকেই রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ছিলো অনেকটাই দা-কুমড়োর মতোন। যুদ্ধের আগে নানাসময় রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

এবার তার পাল্টা জবাব দিতে শুরু করেছে পুতিনের রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় ঘোষণা দিয়ে, মোট ২৫ জনকে রাশিয়ায় নিষিদ্ধ করেছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম, জিল বাইডেনের। তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং সে দেশের ‘ফার্স্ট লেডি’। সেই তালিকায় রয়েছে বাইডেনের মেয়ের নামও।

রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় প্রকাশিত একটি বিবৃতি থেকে জানা যায়, রুশ রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় ব্যক্তিত্বদের উপর আমেরিকার ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে আমেরিকার ২৫ জন নাগরিককে ‘স্টপ লিস্ট’-এ রাখা হয়েছে।

এই তালিকায় প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ও মেয়ে ছাড়াও রয়েছেন মাইনের সেনেটর সুসান কলিন্স, কেন্টাকির মিচ ম্যাককোনেল, আইওয়ার চার্লস গ্রাসলি এবং নিউ ইয়র্কের কার্স্টেন হিলিব্রান্ড। এ ছাড়াও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং আমেরিকার প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন এই তালিকায়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ