Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ২৯ জুন ২০২২

পুতিনকে `সন্ত্রাসী` বললেন জেলনেস্কি

জেলেনস্কি পুতিনেকে রুখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান

জেলেনস্কি পুতিনেকে রুখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান

সোমবার (২৭ জুন) ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি শপিং সেন্টারে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন মারা গেছেন। এ ঘটনার পর পুতিনকে 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। পুতিনের মতো 'সন্ত্রাসী'কে রুখতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার (২৭ জুন) বিকেলে ইউক্রেনের পলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরের একটি শপিং সেন্টারে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। এসময় সবাইকে ছোটোছুটি করতে দেখা যায়। মলটিতে তখন হাজারের বেশি মানুষ ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। বিস্ফোরণে তাই বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

হামলার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় দেশটির দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করছেন শহরটির মেয়র।

সংবাদমাদ্যম বিবিসি জানায়, হামলার ঘটনায় রুশ বাহিনীকে দায়ী করেছে ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শপিংমলের হামলাকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে ‘নির্লজ্জ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন।

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ক্রেমেনচুক শহরের শপিং সেন্টারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাদের হামলা জোরদার হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

এদিকে সোমবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহতের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

গত এক সপ্তাহে কিয়েভের কয়েকটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার দায়ভার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপিয়েছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা দফতর দাবি করে, কিয়েভে অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ