Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২ জুলাই ২০২২

মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপে

বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ

বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ

গত দুই সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে জানিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১ জুলাই) ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও  সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’
গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি সনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগিই ইউরোপের বাসিন্দা বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ক্লাগ। এদিকে  ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে। বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ