Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৩ জুলাই ২০২২

রাজাপাকসের পলায়নের পর এবার শ্রীলংকায় কারফিউ জারি

শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ের বাসভবনে ঢুকে পড়েন

শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ের বাসভবনে ঢুকে পড়েন

চরম বিক্ষোভের মাঝে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে গেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপকসে। তার দেশ ছেড়ে পালানোর পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই কারফিউ ঘোষণা করেন।

পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপক্ষে তাকে জানিয়েছেন, গোতাবায় রাজাপক্ষে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে তার পদের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছেন।

এদিকে, স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার (১৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে তাকে পদত্যাগের সময় বেধে দেন বিক্ষোভকারীরা। তবে মাহিন্দা ইয়াপা সাহস দেখিয়ে সে হুঁশিয়ারি উপেক্ষা করে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে কারফিউ জারি করেছেন।

গত শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ের বাসভবনে ঢুকে পড়েন। এসময় গোতাবায়ে তার পরিবারসহ বাসভবন ত্যাগ করেন। এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। তবে দেশ ত্যাগের আগে তিনি পদত্যাগ করবেন না বলে স্পিকারের কাছে শর্ত দেন। কয়েক দফা চেষ্টার পর মঙ্গলবার দিবাগত রাতে মালদ্বীপে পালাতে সক্ষম হন তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সর্বশেষ