Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৮:০৩, ১৩ জুলাই ২০২২

প্রেসিডেন্টের পর এবার লংকান প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও

তবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ নিরাপদে আছেন

তবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ নিরাপদে আছেন

শ্রীলংকার প্রেসিডেন্টের পর এবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিজদের দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। তারা কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জনতা।

তবে এমন পরিস্থিতিতেও রনিল বিক্রমাসিংহ নিরাপদেই আছেন বলে খবর পাওয়া গেছে। কারণ বিক্ষোভকারীরা কার্যালয়ে প্রবেশকালে তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

বিক্ষোভকারীরা কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। তবে বিক্ষুব্ধ জনতা পুলিশি বাধা উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে।

এদিকে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দিনের শেষ দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা গেছে। এর আগে বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। কিন্তু তা নিয়েও বিপাকে পড়েছে মালদ্বীপ। দেশটিতে অবস্থানরত শ্রীলংকান নাগরিকরা বিক্ষোভ জানাচ্ছেন। তাদের সাথে যোগ দিচ্ছেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, রাজাপাকসেকে শ্রীলংকায় ফেরত পাঠানো হোক।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সর্বশেষ