Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৩:১২, ২৫ জুলাই ২০২২

পশ্চিমবঙ্গের দেয়া `বঙ্গবিভূষণ` পুরস্কার নিচ্ছেন না অমর্ত্য সেন

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া 'বঙ্গবিভূষণ' পুরস্কার গ্রহণে নিজের অনিচ্ছার কথা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবছর এই সম্মান নতুন কাউকে দেয়ার কথাও বলেছেন এ অর্থনীতিবিদ।

বর্তমানে অমর্ত্য সেন ফ্রান্সে অবস্থান করছেন। পুরস্কার দেওয়ার দিন অনুষ্ঠানে তিনি হাজিরও থাকতে পারবেন না বলে জানিয়েছেন। অমর্ত্যের অভিমত জানার পর পুরস্কারপ্রাপকদের চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি।

সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্য বিশিষ্টদের পাশাপাশি নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ছিল। তবে অভিজিৎ বিনায়ক ফ্রান্সে রয়েছেন। অমর্ত্য সেনও বাইরে অবস্থান করছেন। ফলে অনুষ্ঠানমঞ্চে দুজনের কেউই সম্ভবত থাকবেন না।

সোমবার (২৫ জুলাই) বিকেলে কলকাতার নজরুল মঞ্চে বিভিন্নক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের হাতে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ