Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৬ সেপ্টেম্বর ২০২০

৩৪৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর

ফাইল ছবি

ফাইল ছবি

সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। ৩৫টি পদে মোট ৩৪৫ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: শিক্ষক (দৃষ্টি প্রতিবন্ধী)- ০৮ টি,শিক্ষক (বধির)- ০৭টি, ক্রাফট টিচার- ০৪ টি, কারিগরি শিক্ষক- ০২টি, ইন্সট্রাক্টর- ০২ টি, হিয়ারিং এইড টেকনিশিয়ান- ০১ টি, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর- ০৩ টি, হাউজ প্যারেন্ট কাম টিচার- ৩২টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১২ টি, ফিল্ড সুপারভাইজার-১৮ টি, খাদেম- ০১ টি, গাড়ী চালক (মেকানিক)- ০১ টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩২ টি, কোষাধ্যক্ষ যুক্ত গুদামরক্ষক- ০২ টি, হিসাব সহকারী- ০৩ টি, ধর্মীয় শিক্ষক- ০১ টি, কটেজ মাদার- ০১ টি, ডে-কেয়ার এ্যাসিসটেন্ট- ০১ টি, বড়ভাইয়া- ১২ টি, খালাম্মা- ০৬ টি, শিক্ষক- ১১ টি, ওয়াসার ম্যান- ০১ টি, আয়রন ম্যান- ০১ টি, স্টোরকিপার- ০৫ টি, নার্স- ০১ টি, গাড়ীচালক- ০৭ টি- রেকর্ড কিপার- ০১ টি, ডার্করুম সহকারী- ০১ টি, ফিটার এ্যাটেনডেন্ট- ০১ টি, এ্যাটেনডেন্ট- ০৪ টি, বার্তাবাহক- ০৯ টি, অফিস সহায়ক-১০৮ টি, নিরাপত্তা প্রহরী- ০৯ টি, পরিচ্ছন্নতা কর্মী- ০৪ টি, বাবুর্চি- ৩৩ টি।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়