Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:৫২, ৬ ডিসেম্বর ২০২০

সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ কথা জানিয়েছে। রাজধানীর ৬৭টি কেন্দ্রে আগামী ৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ সাত ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান বলেন, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হওয়ার কথা ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়