Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৬ মার্চ ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে ২৬৮ জনকে নিয়োগ দিতে অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গ্রেড–১১ থেকে ১৭ পর্যন্ত ১৩ ক্যাটাগরির এসব পদ মোট ৩ হাজার ২৪৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপরই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শুরু হবে রোববার (৭ মার্চ)।

রোববার সকাল ৯টা থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার বিস্তারিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফল দেখতে ক্লিক করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্প্রতি ১৫টি পদে মোট ৫৩৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এসব পদের মধ্যে ২৬৮টি পদের পরীক্ষার গতকাল শুক্রবার (৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে পরীক্ষা হয়েছে। শুক্রবার সকালে ধর্ম শিক্ষক (ইসলাম ধর্ম, পদ-৫৫), হিসাবরক্ষক (পদ-৯), ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট (পদ-৯), এলডিএ কাম টাইপিস্ট (পদ-১), সহকারী কাম টাইপিস্ট (পদ-৫), ক্রাফট ইনস্ট্রাক্টর-ল্যাব (পদ-৮) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে লাইব্রেরিয়ান (পদ- ২৩), লাইব্রেরিয়ান (পদ-১৫), এলডিএ কাম স্টোরকিপার (পদ-২৫), সহকারী কাম স্টোরকিপার (পদ-১০), অফিস সহকারী কাম স্টোরকিপার (পদ-১৭), কেয়ারটেকার (পদ-২৩), ক্রাফট ইনস্ট্রাক্টর-শপ (পদ-৩৯) পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়